মাইক্রোসফট অফিস সফটওয়্যার – Word, Excel এবং Powerpoint শিখুন
August 27, 2022 2022-08-27 17:43মাইক্রোসফট অফিস সফটওয়্যার – Word, Excel এবং Powerpoint শিখুন
মাইক্রোসফট অফিস সফটওয়্যার – Word, Excel এবং Powerpoint শিখুন
তথ্য-প্রযুক্তির বর্তমান যুগে পড়াশোনা অথবা ক্যারিয়ারের প্রয়োজনে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ারপয়েন্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই তিনটি সফটওয়্যার ভালোভাবে না শেখা থাকলে খুব সাধারণ কাজ করতেও অন্যদের সাহায্য নিতে হয়। তাই নিজের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে খুব ভালোভাবে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এবং এক্সেল – এই তিনটি সফটওয়্যারের ব্যবহার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকাল যেকোনো ভালো চাকরিতে ধরেই নেয়া হয়, আপনি মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো ধারণা রাখবেন। ছাত্র অবস্থায়ও জানা থাকা প্রয়োজন মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট কিংবা এক্সেল-এর কাজ। মাত্র এই তিনটি সফটওয়্যারের ব্যবহার শিখে নিলে আপনার ক্যারিয়ার এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপনি নিজেই বানাতে পারবেন।
একইসাথে এই সব কিছু শেখার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে টেন মিনিট স্কুলের “Microsoft Office 3 in 1 Bundle!” কোর্স। MS Word, MS Excel এবং MS Powerpoint এর বেসিক থেকে অ্যাডভান্স সকল খুঁটিনাটি জানা থাকলে স্টুডেন্ট লাইফে ভালো রেজাল্টের সাথে সাথে প্রফেশনাল লাইফের প্রস্তুতিও হবে নিশ্চিন্তে।