Blog

প্রত্যন্ত গ্রামের মিলন ঘরে বসেই উচ্চশিক্ষা গ্রহন করতে চায়। তথ্য যোগাযোগ প্রযুক্তি কীভাবে তাকে সাহায্য করতে পারে?

এস.এস.সি.

প্রত্যন্ত গ্রামের মিলন ঘরে বসেই উচ্চশিক্ষা গ্রহন করতে চায়। তথ্য যোগাযোগ প্রযুক্তি কীভাবে তাকে সাহায্য করতে পারে?

উত্তরঃ কুড়িগ্রামের রৌমারি উপজেলার যাদুর চর গ্রামের মিলন গ্রামে বসেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। তাকে যে পদ্ধতির সাহায্য নিতে হবে সেই পদ্ধতিকে ই-লানিং বলে। ই-লানিং হচ্ছে ইলেকট্রনিক লানিং এর সংক্ষিপ্ত রুপ। তথ্য প্রযুক্তির এই যুগে ই-লানিং বলতে সিডি রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝায়।

বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদে বিভিন্ন কোর্স অনলাইনে উম্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সেই কোর্সটি গ্রহণ করতে পারে। ফলে মিলন উচ্চশিক্ষার কোর্স অনলাইনের মাধ্যমে গ্রহন করতে পারবে। কিন্তু সেজন্য তার কাছে অবকাঠামোগত সক্ষমতা থাকতে হবে। যেমন- কম্পিউটার, মডেম, আইএসপি, ইন্টারনেট স্পিড ইত্যাদি থাকতে হবে। মিলন উক্ত শিখনসামগ্রী ব্যবহার করে ভর্তি হওয়া প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ক্লাসে অংশগ্রহণ করতে পারবে, হোমওয়ার্ক জমা দিতে পারবেন, অনলাইনে পরীক্ষার অংশগ্রহণ করে প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারবে।

অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মিলন গ্রামে থেকেই উচ্চশিক্ষা অর্জন করতে পারবে।

Leave your thought here