Blog

ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML (সৃজনশীল প্রশ্ন ও সমাধান) : পাঠ – ৫

এইচ.এস.সি.

ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML (সৃজনশীল প্রশ্ন ও সমাধান) : পাঠ – ৫

প্রশ্ন-: নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের Science Faculty’ র জন্য একটি ওয়েবসাইট তৈরী করার সিন্ধান্ত নিল। যার হোম পেজ-এ থাকবে কার্জন হল এর প্রধান ভবনের একটি ছবি। এর জন্য তারা প্রধান ভবনের একটি ছবি তুলে পিসি-তে রেখে তার ওয়েব ডিজাইন এর কাজ শুরু করলো।

ক) ওয়েবপেজের ছবি বা ইমেজ যুক্ত করার প্রয়োজনীয় ট্যাগ কোনটি?
খ) উপরে ব্যবহৃত ট্যাগ এর এট্রিবিউট কি এবং এটি কেন ব্যবহার করা হয়?
গ) ট্যাগ এর এট্রিবিউট ব্যবহার করে কত প্রকারে Image সোর্স করা যায়। নামসহ উদাহরণ দাও।
ঘ) Carjon.jpg নামের একটি Picture File DU নামক directory-তে save আছে যেখানে html file save করা হয়। এই image  কে যুক্ত করে  একটি HTML program  লিখ যার Page title হবে Science Faculty, University of Dhaka.
উত্তরঃ
ক. ওয়েবপেজে এ ইমেজ বা ছবি একটি গুরুপ্তপূর্ণ উপাদান। ওযেবপেজ এ ইমেজ বা ছবি যুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্যাগটি হচ্ছে <img>

খ. HTML এ < img> ট্যাগের এর সাথে Src Attribute ব্যবহার করা হয়। Src attribute ব্যবহার করে ছবির Location জানিয়ে দিতে হয়।

গ) আমরা মোট দুইটি উপায়ে imge সোর্স করতে পারি।

  1. Standard URL ব্যবহার করে

উদাহারণ : src =httP ://www. … / pic/ …/ htmlT /Sunset. Gif.

  1. Web server এ file copy করে Upload করে

Src =”// …./ sunset. Gif’

এখানে sunset . gif টা হলো image.

 

ঘ. Code :

<html>

<head>

<title><Science Faculty, University of Dhaka< /title>

</head>

<body bg color = “Green”, Style =”text-align : center”>

<h3>This is Carjon hall.</h3>

<img Src = ”Carjon.Jpg”>

< /body>

< /html >

Leave your thought here