উত্তর: ই-স্বাস্থ্যসেবা হচ্ছে ইন্টারনেট এ মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্যসেবা।
বিভিন্ন সরকার স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এজন্য দেশের সকল সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। দেশের যেকোনো নাগরিক এভাবে যেকোনো চিকিৎসকের পরামর্শ পেতে পারে। বর্তমানে দেশের অনেক হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। এর মাধ্যমে রোগী উপজেলা থেকে জেলা সদরে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পাচ্ছে।
এছাড়া বর্তমানে বিভিন্ন প্যাথলজি ও ডায়গনষ্টিক সেন্টার থেকে মোবাইল ফোনের মাধ্যমে রোগীরা তথ্য সেবা পাচ্ছে।
No Comments