ই-পুর্জি কী ?
June 9, 2015 2015-06-09 16:55ই-পুর্জি কী ?
ই-পুর্জি কী ?
উত্তর: ই-পুর্জি হলো চিনিকলের পুর্জি অর্থাৎ ইক্ষু সরবরাহের অনুমতিপত্রকে ই-পুর্জি বোঝায়। পূর্বে ইক্ষুচাষিদের এটা সংগ্রহ করতে অনেক হয়রানির সম্মুখীন হতে হতো। কিন্তু বর্তমানে ই-পুর্জি সেবা চালু হওয়ার কারণে কৃষকেরা ঘরে বসে মোবাইল ফোনেই তাঁদের পুর্জি সংগ্রহ করতে পারছেন। ফলে সব ধরনের হয়রানির অবসান হওয়ার পাশাপাশি কৃষক তাঁদের ইক্ষু সরবরাহও উন্নত করতে পেরেছেন।
Comments (3)
tapos558
Sir,I will studied on your ICT course
Md Saiful
Sir. I am student & all teacher Thankx
Md Nurulhuda
sir,assalamualaikum. My all teacher thanks