ই-টিকেটিং বলতে কী বুঝ?
May 19, 2015 2015-05-19 12:11ই-টিকেটিং বলতে কী বুঝ?
ই-টিকেটিং বলতে কী বুঝ?
উত্তর: ই-টিকেটিং হচ্ছে ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে বাস, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদির টিকেট ক্রয় করার ব্যবস্থা বা পদ্ধতি।
বাংলাদেশে আন্তঃনগর ট্রেনের টিকেট, ভিআইপি লঞ্চ এর টিকেট, বাস ও বিমানের টিকেট বর্তমানে অনলাইন থেকে অথবা মোবাইল ফোনের মাধ্যমে ক্রয় করা সম্ভব। মোবাইল ফোনের মাধ্যমে টিকেট বুকিং যেমন করা যায় তেমনি মোবাইল ফোনের মাধ্যমে টাকাও পরিশোধ করা যায়। ফলে সশরীরে না গিয়েই যাত্রীরা টিকেট কাটতে পারছেন। তবে অনলাইনে টিকেট কাটার পর যাত্রার পূর্বে যাত্রীদের কাউন্টার থেকে মূল টিকেট সংগ্রহ করতে হয়।