Blog

আউটসোসিং কী? আউটসোসিং কীভাবে বর্তমানে বিশ্ব অর্থনীতিতে অবদান রেখে চলেছে তা বিশ্লেষণ কর।

outsource_finger
এইচ.এস.সি.

আউটসোসিং কী? আউটসোসিং কীভাবে বর্তমানে বিশ্ব অর্থনীতিতে অবদান রেখে চলেছে তা বিশ্লেষণ কর।

উত্তর: অনলাইন মার্কেটপ্লেসে হাজার হাজার কাজ থেকে নিজের  যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো কাজ খুঁজে নেয়া ও কাজ সম্পাদন করার পর বাযারের কাছ থেকে তার পেমেন্ট গ্রহণ করার মাধ্যমে যে উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং কাজের সৃষ্টি হয়েছে তাই হলো আউটসোসিং।
বর্তমান শতাব্দীর গ্লোবালাইজেশনের ফলে একটি দেশের উন্নয়ন ও দারিদ্র বিমোচনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি  অন্যতম নিয়ামকের ভূমিকা পালন করছে। তথ্য ও যোগযোগ প্রযুক্তির হাতিয়ার হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট। কম্পিউটারই দিতে পারে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের কর্মের সংস্থান। দেশে  ও বিদেশে আইসিটি প্রফেশনালদের চাহিদা অনেক বেশি। ২০১০ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে প্রায় ৩ মিলিয়ন আইটি পেশাজীবীর প্রয়োজন ছিল। শুধুমাত্র ভারতেই প্রয়োজন ছিল ৫ লাখ আইটি প্রফেশনালের (ন্যাসকম স্ট্যাডি অনুযায়ী)। বর্তমানে এ সংখ্যা প্রায় দ্বিগুণের মতো। আমরা যদি ৬ মিলিয়নের মধ্যে ৫০ হাজার আইটি প্রফেশনাল সরবরাহ করতে পারি তাহলে দেশের বর্তমান রেমিটেন্স বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। বর্তমান বিশ্বায়নের যুগে সারা পৃথিবীজুড়ে চলছে আউটসোসিং এর জোয়ার। আইসিটি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জন্ম নিয়েছে নতুনতর এক অর্থনীতি যার নাম জ্ঞানভিত্তিক অর্থনীতি বা নলেজ ইকোনোমি। জ্ঞানভিত্তিক অর্থনীতি বিকাশের সাথে সাথে আমেরিকা, ইউরোপ অথবা বিশ্বের উন্নত দেশগুলোতে প্রয়োজন দেখা দিচ্ছে বিপুল পরিমাণ ডেটা প্রসেসিংয়ের। যার ফলে  উন্নয়নশীল দেশসমূহ আইসিটি এনাবল্ড সার্ভিসকে কাজে লাগিয়ে অর্জন করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। শুধু বৈদেশিক মুদ্রা অর্জন নয়, এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে দেশের বিপুল সংখ্যক প্রশিক্ষিত বেকার দক্ষ জনগোষ্ঠীর।

Comment (1)

  1. thanks

Leave your thought here